সাতক্ষীরার শ্যামনগরে সামাজিক সংগঠন উৎসর্গ সোসাইটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি গাজী আব্দুর রউফের সভাপতিত্বে মো: মিয়ারাজ হোসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গাজী কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সাতক্ষীরার বিভিন্ন সামাজিক সংগঠনকে তাঁদের কাজের স্বীকৃতি হিসাবে সম্মাননা প্রদান করা হয়।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন উৎসর্গের এই আয়োজনে সত্যিই অভিভূত। যেসময়ে আমাদের কাছে অনেক তরুণের অসাদারণও উচ্ছৃখলতার দায়ে বিচারের দাবী ওঠে। ঠিক সময়ে উৎসর্গ সোসাইটি একদল তরুণকে সুসংগঠিত করে উপকূলের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ায়।
নানাভাবে সাহায্যের হাত বাড়ায়। আমরা এই জনপদের জনপ্রতিনিধি হবার সুবাদে তাদের কার্যক্রম খুব কাছ থেকে দেখবার সুযোগ হয়েছে। আমরা উৎসর্গ সোসাইটির সাফল্য কামনা করছি। আজকে একদল তরুণ স্বেচ্ছাসেবীদেরকে সম্মাননা প্রদান করে উৎসর্গ সোসাইটি নিশ্চয় একটি দৃষ্টান্ত স্থাপন করলো।
উৎসর্গ সোসাইটির সভাপতি গাজী আব্দুর রউফ সভাপতির বক্তব্যে বলেনÑ মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। মেহনতি মানুষের পাশে দাঁড়াতে পারলেই আমাদের মনে প্রশান্তি জাগে।
আমাদের এ কাজে সমাজের সকল বিত্তবান ও বিভিন্ন সংস্থাসহ সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করছি। সম্মানিত অতিথি ও স্বেচ্ছাসেবীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন তিনি।