বাগেরহাটের মোল্লাহাটে থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৫৩ পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার কাহালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক কারবারিরা হলেন উপজেলার কাহালপুর গ্রামের রজব আলী শেখের ছেলে রাজন শেখ (২৪) একই এলাকার আজিজুল মল্লিকের ছেলে মোঃ বোরহান মল্লিক এবং সালাম খন্দকারের ছেলে রায়হান খন্দকার (২১)। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। শুক্রবার সকালে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।
অপর অভিযানে বৃহস্পতিবার ১২ টায় গাঁজা সেবনের অপরাধে উপজেলা গাওলা ইউনিয়নের কেন্দুয়া গ্রামের কালিপদ মন্ডলের ছেলে প্রশান্ত মন্ডল এবং উপজেলার গাড়ফা গ্রামের মৃত আক্কাস শেখের ছেলে হাফিজুর (২৬) কে আটক করে। আসামীরা অভ্যাসগত মাদকসেবী। বিষয়টি বিবেচনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীদেরকে তিন মাসের কারাদন্ড প্রদান করেন।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের মাদকসহ ও মাদক সেবন কালে আটক করা হয়। আসামী তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে এবং অন্য আসামীদের মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের সাজা দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের মাদক বিরোধী অভিযান নিয়মিত চলবে।