বাগেরহাটের চিতলমারীতে ৭ ইউনিয়নের সকল ইউপি সদস্যদের সাথে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিআরডিবি সেমিনার হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী জনগণের হয়রানি লাঘব, অনিয়ম-দুর্নীতি বন্ধ ও সরকারী রাজস্ব আদায়ে ভূমি মন্ত্রনালয়ের বিভিন্ন নির্দেশনা জন প্রতিনিধিদের মাঝে তুলে ধরেণ। তিনি আরো বলেন, এখন থেকে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হলে ভূমির মালিককে প্রথমে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্য প্রদান করে নিবন্ধন করতে হবে। একবার নিবন্ধন করলে ওই ব্যক্তিকে পুনরায় আর নিবন্ধন করতে হবে না। এ সময় তিনি ইউপি সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। একইসাথে এ বিষয়ে জনসাধরণকে সচেতন করতে ইউপি সদস্যদের অনুরোধ করেণ। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ম-ল, সাংবাদিক সৈকত ম-ল প্রমুখ।