বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :: জেলার বটিয়াঘাটায় স্বাস্থ্য বিধি মেনে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষ্যে শুভ জন্মাষ্টমী অনুষ্ঠান দিনব্যাপী নানা মঙ্গালিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।অনুষ্ঠানের মধ্যে ছিল,প্রভাতে ঠাকুর জাগরণ,প্রার্থনা,ভোগ,আরতী, ঠাকুরের নাম-সংর্কীর্তন ও অন্ন প্রসাদ বিতরণ ইত্যাদি।
উপজেলার বাজার সদর মন্দির,চক্রাখালী সার্বজনীন গৌড়ীয় গৌর নিতাই সেবাশ্রম,সাচিবুনিয়া স্কুল মন্দির সহ বিভিন্ন মন্দির ও ব্যক্তিগত অনেক ভক্তের বাড়িতে শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে । দিনটি উদযাপন উপলক্ষ্যে চক্রাখলী গৌড়ীয় গৌর নিতাই সেবাশ্রমের আয়োজনে বিকাল চারটায ঠাকুরের জন্মাষ্টমীর তাৎপর্য সম্পর্কে এক আলোচনা সভা মন্দিরের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোবিন্দ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় সাসটেইনেবল কোষ্টাল এ্যান্ড ফিশারিজ প্রজেক্টের উপ- প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, রনজিৎ কুমার মল্লিক,রাজ কুমার রায়,বিজয় টিকাদার, অরবিন্দু মহলদার, শিক্ষক দেবাশীষ বিশ্বাস, অচিন্ত্য কুমার টিকাদার, ইউপি সদস্য যথাক্রমে বিপ্রদাস টিকাদার,তপতী রাণী বিশ্বাস, নীলা মিস্ত্রী, ডাঃ বিকর্ণ গাইন,গৌর পদ মল্লিক,শিক্ষক দেবাশীষ হালদার,প্রদীপ টিকাদার, সুশীল মল্লিক, বিধান হালদার,কুমারেশ গাইন প্রমূখ ।