ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে ডুমুরিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলার খর্ণিয়া ইউনিয়নের রানাই গ্রামের শতাধিক মৎস্যচাষিকে তাদের ঘের এবং পুকুরের মাটি ও পানি পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ সেবা প্রদান করা হয়েছে। প্রচারণার মাধ্যমে চাষিদের আগে থেকে তাদের ঘেরের মাটি ও পানি সাথে করে আনতে বলা হয়। সরেজমিনে দেখা যায় চাষিরা বোতল ভরে তাদের ঘেরের পানি ও পলিথিন ভরে ঘেরের কাঁদামাটি এনেছেন। একটি টেবিলে ক্ষেত্র সহকারি আব্দুস সালাম এর নেতৃত্বে মৎস্য দপ্তরের দক্ষ কারিগরি পরামর্শক দল প্রস্তুত। পরীক্ষার ফলাফল তাৎক্ষণিকভাবে চাষিদের জানিয়ে দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পরামর্শ সেবা দেওয়া হচ্ছে। পরামর্শ নিতে আসা চাষি ইদ্রিস জোয়াদ্দার বলেন তিনি খুব খুশি কারন মাটি ও পানি নিয়ে তাকে ১০ কি. মি. দূরের মৎস্য দপ্তরে যেতে হয়নি। উপজেলা মৎস্য দপ্তর তার ঘের পাড়ে এসে পরামর্শ সেবা দিয়েছেন। এতে তার খরচ ও সময় অপচয় হয়নি। এ সময় ডুমুরিয়া উপজেলার মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।