ভূমিদস্যু আমিনুল ও আব্দুল আজিজ কর্তৃক সাতক্ষীরার তালা উপজেলা প্রেসক্লাবের স্থাপনা উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তালা উপজেলা প্রেসক্লাবের সামনে উপজেলা ও জেলা পর্যায়ের কর্মরত সাংবাদিকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক প্রনব ঘোষ বাবলুর সভাপতিতে মানবন্ধন কর্মসূচিত্বে একাত্বতা ঘোষনা করে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনদ কুমার, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দ্দার, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোস্তফিজুর রহমান উজ্জল,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান, সাতক্ষীরা জেলা শাখার বাকশিস এর সভাপতি অধ্যক্ষ এনামূল ইসলাম, তালা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হাকিম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান প্রমূখ।
এসময় বক্তরা বলেন তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল আজিজ ও তার ভাই আমিনুল ভূয়া কাগজপত্র তৈরী করে তালা উপজেলা প্রেসক্লাবের ভবনসহ স্থাপনা উচ্ছেদের পায়তারা করছে। আব্দুল আজিজ এক জন ভূমিদস্যূ। সে বিভিন্ন কৌশল অবলম্ভবন করে ক্ষমতাবলে প্রেসক্লাব দখলের সড়যন্ত্র অব্যাহত রেখেছে। মানবন্ধনে বক্তারা অবিলম্বে জেলা প্রশাসন কতৃর্ক প্রদত্ব উচ্ছেদ নোটিশ প্রত্যাহারের আবেদন জানান।