সাপ্তাহিক ছুটির দিনে জানা গেল, দেশে করোনাক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এক ধাপে নেমেছে অনেকটা। পরীক্ষার সংখ্যা কমায় শনাক্তও কম হয়েছে। এদিকে, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দশের ঘরে থাকলেও গতদিনের তুলনায় সামান্য বেড়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে, যা গত যা ৭৭ দিনের মধ্যে সর্বনিম্ন।
গতকাল বৃহস্পতিবার মৃত্যুর এই সংখ্যা ছিল ৮৮, বুধবার ৭৯, মঙ্গলবার ৮৬, সোমবার ৯৪, রবিবার ৮৯, শনিবার ৮০ এবং গত শুক্রবার ১১৭ জন মারা যান।
আর অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৯ হাজার ৪৩৮ জনের পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৩ হাজার ১৬৭ জনের। গতকাল বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৩ হাজার ৪৩৬।
করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.৭৬। বৃহস্পতিবার এই হার ছিল ১০.৪০, বুধবার ১০.১১,মঙ্গলবার ১১.৯৫ আগেরদিন সোমবার ছিল ১২.০৭।
এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৬ হাজার ৪৩২ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জন।
২৪ ঘণ্টায় মৃত্যু: ৭০
মোট মৃত্যু: ২৬ হাজার ৪৩২
শনাক্ত : ৩ হাজার ১৬৭
মোট শনাক্ত: ১৫ লাখ ১০ হাজার ২৮৩
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ২৯ হাজার ৪৩৮
শনাক্তের হার: ১০.৭৬ শতাংশ
সুস্থ: ৪ হাজার ৬৯৭
মোট সুস্থ: ১৪ লাখ ৪২ হাজার ৫৮২
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে,সরকারি হাসপাতালে ৫৭ জন এবং ১০ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। ৩ জনের মৃত্যু হয়েছে বাসায়।
মৃতদের মধ্যে ২৪ জন ঢাকার, ১৫ জন চট্টগ্রামের, ৪ জন রাজশাহীর। ১২ জন খুলনায়, বরিশালের ৪, সিলেটে ৮ এবং রংপুরের বাসিন্দা ৩ জন।
ঢাকা: ২৪
চট্টগ্রাম: ১৫
রাজশাহী: ৪
খুলনা: ১২
বরিশাল: ৪
সিলেট: ৮
রংপুর: ৩
শেষ ২৪ ঘণ্টাতে পুরুষের তুলনায় নারীর মৃত্যু বেশি।
পুরুষ: ৩৪
নারী: ৩৬
বয়সভিত্তিক বিশ্লেষণে মৃতদের মধ্যে ৮১-৯০ এর মধ্যে ৪ জন,১৪ জনের বয়স ৭১-৮৯ এর মধ্যে,২১ জনের বয়স ৬১-৭০ এর মধ্যে।
এছাড়া ১৬ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, আরও ১১ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে এবং ৩ জনের বয়স ৩১-৪০ এর মধ্যে।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৭ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ১৪ লাখ ৪২ হাজার ৫৮২।