ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :: খুলনার ডুমুরিয়ায় এস্টাবলিশমেন্ট অব “ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (IEIMS)” প্রকল্প ব্যানবেইস কর্তৃক ইউনিক আইডি প্রদান সংক্রান্ত শিক্ষার্থী প্রোফাইল ও ডাটাবেইজ প্রণয়নের নিমিত্তে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার(৬সেপ্টেম্বর) উপজেলা ব্যানবেইস প্রশিক্ষন সেন্টারে আয়োজিত প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ। রিসোর্স পার্সন এবং কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মদ, ব্যানবেইস’র সহকারী প্রোগ্রামার অরিন্দম মন্ডল, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিকেন্দ্র নাথ সানা প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকবৃন্দ অংশ গ্রহন করেন।