সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ার কৃষি সৌন্দর্য পরিদর্শনে ড. আব্দুর রাজ্জাক | চ্যানেল খুলনা

ডুমুরিয়ার কৃষি সৌন্দর্য পরিদর্শনে ড. আব্দুর রাজ্জাক

শেখ মাহতাব হোসেন :: ডুমুরিয়া (খুলনা) বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে,দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু।দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া,একটি ধানের শীষের উপরে, একটি শিশির বিন্দু. প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভুমি আমাদের এই বাংলাদেশ। এর প্রত্যেক পরতে পরতে লুকিয়ে আছে সৌন্দর্য, যা সৌন্দর্য পিপাসু মানুষের মনকে উদ্বোলিত করে। ডুমুরিয়া, খুলনা জেলার লবনাক্ত প্রবন একটি উপজেলা, আরও ২০-২৫ বছর আগেও যেখানে ছিল শুধু পানি আর পানি। ডুমুরিয়ার দুঃখ ছিল বিল ডাকাতিয়া। কৃষক কোনদিন কল্পনা করতে পারেনি এই পানির ভিতরে জেগে উঠবে সবুজের সমারহ। আজ কেবল সবুজ নয়, ডুমুরিয়ার কৃষি বাংলাদেশের আইডল। বর্তমানে ২১৬৬০ হেঃ জমিতে বোরো, ১৫৫২৫ হেঃ জমিতে আমন, ৩২০ হেঃ জমিতে আউশ, ৩৬৫০ হেঃ জমিতে রবি সবজি, ২৫৫০ হেঃ জমিতে খরিপ-২, সবজি, ২০২০ হেঃ জমিতে খরিপ-১ সবজি হচ্ছে। শুধু তাই নয়, বিগত ২/৩ বছরে ডুমুরিয়ার কৃষিতে যুক্ত হয়েছে অফসিজন তরমুজ, রকমেলন, ত্বিনফল, মাল্টা, বানিজ্যিক থাই পেয়ারা, স্কোয়াশ, ড্রাগন ফলসহ নিত্য নতুন প্রযুক্তি যা ডুমুরিয়ার কৃষিতে এনে দিয়েছে এক অনন্য মাত্রা। কৃষি, কৃষক এবং সম্প্রসারন কর্মীর মধ্যে নিবিড় সম্পর্ক এবং কৃষকের অদম্য মনোবলের কারনে এটি সম্ভব হয়েছে। ডুমুরিয়ার ঐতিহ্য চুইঝাল, সাথে আছে ১০ ফুট লম্বা নিউটন কচু, আরও আছে ঘেরের পাড়ে দিগন্ত জুড়া শিম, সামার টমেটো, কুল, আম এবং অন্যান্য সবজি। বর্তমানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেনের নেতৃত্বে ডুমুরিয়ার কৃষি এক অনন্য উচ্চতায়। আজ ডুমুরিয়ার সবজি যাচ্ছে ইউরোপসহ মধ্যেপ্রার্চ্যে। আর এই সৌন্দর্যে সারথি হতে ১২/০৯/২১ তারিখ রবিরার ডুমুরিয়ার কৃষি এই সৌন্দর্যে পরিদর্শনে আসেন বরেন্য কৃষিবিদ, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গ্রামের ঘেরের আইলে অফসিজন শিম এবং কুলবাড়িয়ে গ্রামে ঘেরের আইলে অফসিজন তরমুজ চাষ পরিদর্শন করেন এবং ভূয়সী প্রশংসা করেন। পরবর্তীতে তিনি বরাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয মাঠে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন। সমাবেশে হাজারও কৃষক, কৃষিবিদ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিতিতে তিনি বলেন কৃষি মানে ছিল একটি অবহেলিত, কৃষক ছিল একটি গালি ,কৃষকের বাচ্চা ।
ইনশাআল্লাহ বাংলাদেশ কৃষক এখন গালি নয় কৃষকের এখন সম্মানের পেশা সামাজিক মর্যাদা সেটি দেখার জন্য ও বোঝার জন্য আজ আমি ডুমুরিয়া এসেছি ।
আমার ভালো লাগছে কি সব এখন অবহেলিত গ্রাম বাংলা এখন উন্নয়নের পথে জন নেত্রী শেখ হাসিনা হাজার১৯৯৬ সাল থেকে ২০২১সাল পর্যন্ত তিনি চার মেয়াদে সরকার পরিচালনা করছেন যতবার তিনি ক্ষমতায় এসেছেন বার বার একটি কথা বলেছেন আমার কৃষক হল গুরুত্বপূর্ণ সেক্টর গ্রামের ৬০/৭০ ভাগ মানুষ কৃষি কাজের সাথে সম্পৃক্ত, বঙ্গবন্ধু বলেছেন বার বার আমাদের দেশে একটি বিজ মাটিতে পুঁতে রাখলে চারা গজিয়ে তাতে ফসল ফলায় আমাদের দেশের মানুষ কেন না খেয়ে থাকবে।
মতবিনিময় সভায় ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ। এসময়ে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন খুলনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নারায়ণ চন্দ্র চন্দ, কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম, বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, কৃষি মন্ত্রনালয়ের প্রশাসন অনুবিভাগ এর অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার, বিভাগীয কমিশনার খুলনা মো: ইসমাইল হোসেন এনডিসি, কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ নাজিরুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবির, বাংলাদেশ সুগারক্রপ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আমজাদ হোসেন, বাংলাদেম পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আয়্যুব খান, বাংলাদেশ মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের মহাপরিচালক বিধান কুমার ভান্ডারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক একেএম মনিরুল আলম, বিসিএস কৃষি ক্যাডার এসোসিয়েশন এর সভাপতি এবং কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম,ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ মোয়াজ্জেম হোসেন, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল, খুলনার অতিরিক্ত পরিচালক জিএমএ গফুর, অতিরিক্তপুলিশ সুপার, এস এম রাজু, উপপরিচালক কৃষি সস্প্রসারন অধিদপ্তর, খুলনা মোঃ হাফিজুর রহমান, উপপরিচালক, সাতক্ষীরা মোঃ নুরুল ইসলাম, উপপরিচালক বাগেরহাট, মোঃ সফিকুল ইসলাম, উপপরিচালক, নড়াইল দীপক কুমার রায়, উপপরিচালক উদ্ভিদ সংগনিরোদ কেন্দ্র মোংলা মোহন কুমার ঘোষ, ডিডি, হেড কোয়ার্টার হাসান ওয়ারিসুল কবীর, ক্দাল ফসর উন্নয়ন প্রকল্পের পিডি মোঃ মোখলেছুর রহমান, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের পিডি মোঃ আলগীর বিশ্বাস, চেয়ারম্যান উপজেলা পরিষদ, ডুমুরিয়ায় জনাব এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, আঃ হালিম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, ওসি, ডুমুরিয়া মোঃ ওবায়দুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দু। প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দু, সুধিজজন এবং সহস্রাধিক কৃষক কৃষাণী।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

নাগরিক জীবনের দূর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও সুপরিকল্পিত দীর্ঘসূত্রিতা দায়ি : তুহিন

ডুমুরিয়ায় ফার্টিলাইজার রিটেইলারদের ট্রেনিং

দাকোপে জোর পূর্বক ধান কেটে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

দাকোপে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

খুলনার শিববাড়ী মোড়ে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান

দাকোপে সরকারি জায়গায় পাকা স্থাপনা গড়ে উঠলেও প্রশাসন নীরব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।