মুজিব বর্ষ উপলক্ষে খুলনা ডায়াবেটিক হাসপাতাল চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও ১৫ আগষ্টে নিহত পরিবারের সকল সদস্যের স্মরনে বৃক্ষরোপন করা হয়। বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর ভ্রতুষ্পুত্র এবং খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সেখ সালাহ উদ্দীন জুয়েল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর জনাব মোঃ হাফিজুর রহমান, ডায়াবেটিক সমিতি খুলনার আহবায়ক ও সাবেক সাংসদ জনাব আলহাজ্ব মোঃ মিজানুর রহমান। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কাজী এনায়েত হোসেন, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মানীয় পরিচালক ও ডায়াবেটিক সমিতি খুলনার আহবায়ক কমিটির সদস্য জনাব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ডায়াবেটিক সমিতি খুলনা আহবায়ক কমিটির কোষাধ্যক্ষ জনাব মোঃ আব্দুল হাকিম শেখ, সমিতির আজীবন সদস্য মোঃ মনিরুজ্জামান সাগর, শফিকুর রহমান পলাশ, ইঞ্জিঃ আব্দুর রব, চীফ মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুস সবুর, ডাঃ মোঃ আক্তারুজ্জামান, ডাঃ এম বি জামান, ডাঃ মোঃ মেহেদী হাসান এবং সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বঙ্গবন্ধুর স্মৃতি স্মরনে প্রধান অতিথি সেখ সালাহ উদ্দীন জুয়েল এম.পি ত্বীন ফলের একটি বৃক্ষ রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন এবং আহবায়ক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান শহীদ শেখ আবু নাসের স্মরনে একটি আম গাছের চারা রোপন করেন। বিশেষ অতিথিবৃন্দ একটি করে ফলজ বৃক্ষ রোপন করেন। পরবর্তীতে এই বৃক্ষগুলি ফুলে ও ফলে সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের স্মৃতি ধারন করবে বলে আশা করেন। প্রধান অতিথি সকলকে গাছের চারা রোপন এবং পরিচর্যা করার জন্য আহবান জানান।