বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল আমন ধানের জাতসমূহের চাষাবাদ কলাকৌশল, ফলন পার্থক্য কমানো এবং ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মাগুরায়।
সোমবার সকালে মাগুরা বিনা উপকেন্দ্রর প্রশিক্ষণ হল মিলনায়তনে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোফাজ্জল ইসলাম, মহাপরিচালক, বিনা ময়মনসিংহ। মাগুরা বিনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেফাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছলেন কৃষিবিদ মোঃ জাহিদুল আমিন,অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর, কৃষিবিদ ড. সুরজিত সাহা রায়,চিফ ইনফরমেশন অফিসার, কৃষি তথ্য সার্ভিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি, ঢাকা, কৃষিবিদ সুশান্ত কুমার প্রামাণিক, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোছাঃ রোকাইয়া সুলতানা, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, মাগুরা। দিনব্যাপী এই কৃষক প্রশিক্ষণ অনুষ্টানে মাগুরা জেলার ১শ জন কৃষক- কৃষাণী অংশ নেয়।
বক্তারা, বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল আমন ধানের জগতসমূহের চাষাবাদ কলাকৌশল, ফলন পার্থক্য কমানো যায় কিভাবে সে বিষয়ে আলোচনা করেন।
রাজস্ব তহবিল বিনার অর্থায়নে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার সহযোগিতায়, বিনা উপকেন্দ্র মাগুরা এ কৃষক প্রশিক্ষনের আয়োজন করে।