বাগেরহাটের চিতলমারীতে সমন্বিত পদ্ধতিতে মাছ ও শামুক চাষ বিষয়ে খামারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নবলোক পরিষদের উদ্যোগে মঙ্গলবার বেলা ৩ টায় গরীবপুর এসডিএফ সেমিনার হলে উদ্ভাবনী কৃষিজ উদ্যোগের আওয়তায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেণ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, খুলনা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের খণ্ডকালীণ শিক্ষক চঞ্চল বিশ্বাস, ওয়াল্ড ফিস এর ফিল্ড অফিসার সাধান রায়, এভিসিএফ নবলোক পরিষদ প্রহলাদ মণ্ডল। প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন নবলোক পরিষদের পিএ-টেক (মৎস্য) এস এম মামুনুর রহমান।