খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কাঠালতলা বাজারের কাছে চলন্ত খুলনাগামী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে ধানক্ষেতে উল্টে পড়েছে। এ ঘটনায় অন্তত ৭/৮ জন যাত্রী কম-বেশী আহত হয়েছে।
রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল অনুমান ৮টার সময় খুলনার ডুমুরিয়া থানাধীন কাঁঠালতলার বাজারের পাশে খুলনাগামী সিলেট জ-১১-০৩২৩ লোকল বাসটি প্রচন্ড বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে কিছুটা নিচু জায়গায় উল্টে পড়ে। এতে একজন যাত্রী গুরুতর আহত ও বাকিন৭/৭ জন সামান্য আহত হয়।
বাস দূর্ঘটনার খবর শুনে খর্ণিয়া হাইওয়ে ফাড়ির পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিস দল আহতদের কে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এবাং যানবাহন চলাচলের স্বাভাবিক ব্যাবস্হা করেন।
এ ব্যাপারে খর্নিয়ার হাইওয়ে ফাড়ির ওসি সাংবাদিকদের বলেন, আমরা বাস দূর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনা স্হলে যেয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্হানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। কোন মারাত্বক হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি হাইওয়ে ফাড়ির জিম্মায় আছে। বাসটি খাদ থেকে উঠানোর প্রস্তুতি চলছে।