কয়রা প্রতিনিধি :: কয়রা উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৬৫ টি ভোট কেন্দ্র প্রস্তুত করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। রবিবার উপজেলার নির্বাচন অফিস থেকে নির্বাচনের কাজে ব্যবহারিত সকল মালামাল প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সংগ্রহ করে বিকেলের মধ্যেই নিজ নিজ কেন্দ্রে পৌছে গেছে। খবর নিয়ে জানা গেছে, প্রত্যান্ত এলাকার ২০ টি কেন্দ্রে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় ট্রলারযোগে পৌছাতে হয়েছে। তবে দুপুরের পর থেকে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় ভোট কেন্দ্রে মালামাল বহনকারি সকল যানবহনের। এছাড়া একাধিক ভোট কেন্দ্রের আশে পাশে রাস্তাঘাট ইয়াস ও আম্পানে ক্ষতিগ্রস্থ হওয়ায় এক থেকে ৩ কিলোঃ পর্যন্ত সকল মালামাল হাতে নিয়ে পৌছাতে হয়েছে। এ ধরনের ভোট কেন্দ্রগুলোর মধ্যে দক্ষিণ বেদকাশি ইউনিয়নের পাতাখালি, বড় আংটিহারা, চরামুখা হাইস্কুল, চরামুখা প্রাইমারি, উত্তর বেদকাশি ইউনিয়নের, গাজী পাড়া, কাটমারচর, পাথরখালি, মহেশ^রীপুর ইউনিয়নের হড্ডা মাধ্যমিক, বাবুরাবাদ যোগাযোগ ব্যবস্থা গাড়ী চলাচলের অযোগ্য। এ বিষয় প্রত্যান্ত ্এলাকা থেকে একাধিক প্রিজাইডিং অফিসার জানান, বৃষ্টির মধ্যে অতিকষ্টে মালামাল নিয়ে কেন্দ্রে পৌছাতে হয়েছে। এর মধ্যে দক্ষিণ বেদকাশি ৬ নং পাতাখালি ভোট কেন্দ্রে বেসরকারি একটি জরাজীন্ন কুড়ে ঘরে ভোট গ্রহন করা হবে। অথচ এই কেন্দ্রে রাতে ১৭ জন নির্বাচন কাজে জড়িতদের থাকার মত কোন ঘর নেই। এবিষয় উপজেলা নির্বাচন অফিসার হযরত আলী জানান, ৬৫ কেন্দ্রের মধ্যে একমাত্র ৬২ নং কেন্দ্র পাতাখালি, যেখানে সুবিধামত কোন প্রতিষ্ঠান পাওয়া যায়নি। তবে সোমবার ভোট চলাকালিন বৃষ্টি হলে অনেক অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা স্বীকার করেছেন তিনি।