ফুলতলা থানা পুলিশ দামোদর উত্তর পাড়া এলাকায় শিক্ষক দম্পতি (জাকির হোসেন ও খাদিজা) এর বাড়িতে চুরি যাওয়া ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল ফোনসহ বেশ কিছু মালামাল উদ্ধার এবং চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে খালিশপুরের তিন ব্যক্তিকে গ্রেফতার করে।
ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহের নেতৃত্বে পুলিশ ১৭ ও ১৮ সেপ্টেম্বর খালিশপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-খালিশপুর হাউজিং এলাকার আবুল কাশেম শেখের ছেলে বিল্লাল শেখ(২৫), বঙ্গবাসী এলাকার বাসিন্দা মৃত আলতাপ খন্দকারের ছেলে সুমন খন্দকার (২৯) এবং আলমনগরের জাকির হোসেনের পুত্র শুকুর আলী(২৮) আটক করে। শনিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। এদের মধ্যে বিল্লাল শেখ আদালতে স্বাকারোক্তীমূলক জবানবন্দী দিয়েছে। আর শুকুরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর দিনের যেকোনো সময় শিক্ষক দম্পতির বাড়ি থেকে চোরেরা গ্রিলের ও দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, ক্যামেরা, মোবাইলসহ ৩ লাখ ১৩ হাজার ৯শ’ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।