বাগেরহাটের মোরেলগঞ্জে নবনির্বাচিত ইউপি সদস্য শাহিন আজাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের কাজীবাড়ি জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আব্দুল গনি তালুকদার। সভায় মোরেলগঞ্জ সদর ইউনিয়নের নব-নির্বাচিত ৪ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য শাহিন আজাদ বলেন, ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনে তিনি বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হন। ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন। মামলায় মোড়েলগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। যদিও পরের দিনই সে জামিনে মুক্ত পান।
তিনি আরো বলেন, তার প্রতিপক্ষ বিজিত ইউপি সদস্য নির্বাচনের শুরু থেকে তাকে ও তার কর্মীদের হয়রানি করে আসছে। এ ব্যাপারে ইউপি সদস্য প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন। আব্দুল গনি তালুকদারের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন মো. সাইদুর রহমান হাওলাদার, দিনেশ চন্দ্র মিস্ত্রী, হাফেজ আবুল কালামসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।