তালের চারা উত্তোলন, রোপণ এবং পরিবেশ উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা আজ (মঙ্গলবার) রামপাল উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, খুলনা এই অনুষ্ঠানে আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন। এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন, বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. আসম হেলাল উদ্দিন আহম্মেদ সিদ্দীকি। প্রশিক্ষণ পরিচালনা করেন ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের গবেষণা কর্মকর্তা নাজমুস সায়াদাত পিটল।
কর্মশালায় অতিথিরা বলেন, বেশি করে তালের চারা রোপণ করলে বজ্রপাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তালের চারা রোপণ ও বনায়নের ওপর গুরুত্ব দিতে হবে। তালের চারাসহ উন্নতমানের ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করে পরিচর্যার মাধ্যমে প্রকৃতিক পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
কর্মশালায় কৃষি, বন, এনজিও কর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।