বাগেরহাটের মোরেলগঞ্জে ৭২টি মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলছে প্রতিটি পূজামন্ডপে রং তুলির কাজ। রং তুলির আচরে ধীরে ধীরে পূণ্যতা পাচ্ছে দূর্গা প্রতিমা।
জানা গেছে, চলতি বছরে উপজেলার ১৬ ইউনিয়ন ও পৌরসভায় সকল পূজামন্ডপে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি পূজামন্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে প্রতিমা তৈরির মাটির কাজ সম্পন্ন করেছে ভাস্ককরা। বর্তমানে রং তুলির কাজ চলছে। মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের কঠালতলা সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ্র মন্দিরের প্রতিমা তৈরির কাজে নিয়োজিত ভাস্কর সোমনাথ বৈদ্য জানান, দুই কিংবা তিন দিনে মধ্যে তাদের রং তুলি সহ সকল কাজ সম্পন্ন হবে। প্রতিটি মন্ডপ সাজবে নতুন সাজে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার ৭২টি মন্ডপে শারদীয়া দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামন্ডপের জন্য ৩৬ টন চাল সরকারিভাবে বরাদ্ধ হয়েছে। প্রতিটি মন্ডপের জন্য ৫০০ কেজি করে চাল ৯ তারিখ অনুষ্ঠানিকভাবে মন্দির কমিটিকে দেয়া হবে।
থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, কোন পূজামন্ডপ ঝুঁকিপূর্ন নয়। অধিক গুরুত্বপূর্ন মন্ডপগুলোর ক্ষেত্রে অতিরিক্ত আনসার গ্রাম পুলিশ ও পুলিশের টিম থাকবে প্রতিটি মন্ডপে । পুলিশের একটি মোবাইল টিম সার্বক্ষনিক টহলরত অবস্থায় মাঠে থাকবেন ।
আগামী ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ১৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে এ দুর্গোৎসব।