এম.পলাশ শরীফ :: বাগেরহাটের মোরেলগঞ্জ ১ম ধাপের তফসিলের বিদ্রোহী প্রার্থী ২য় ধাপের তফসিলে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় এলাকায় বেশ আলোচনা, সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার খাউলিয়া ইউনিয়নের সাধারণ নির্বাচন ১ম ধাপের তফসিল অনুযায়ী গত ১১ এপ্রিল অনুষ্ঠিত হবার কথা ছিল।
তখন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৎকালীন চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের। ওই সময় দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে ছিলেন মো. সাইদুর রহমান।
নির্বাচনের আগে ২০২১ সালের ৪ এপ্রিল চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের মৃত্যুবরণ করলে নির্বাচন স্থগিত হয়ে যায়। পরে ২য় ধাপের তফসিলে এ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করার ঘোষণা আসে। সে অনুযায়ী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বা নৌকা প্রতীক চেয়ে দলটির কাছে আবেদন মৃত্যুজনিত কারনে স্থগিত হওয়া আসনে ২ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। সে মোতাবেক দলীয় মনোনয়ন ও নৌকা প্রতিক চেয়ে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খান, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার শাহ্আলম হাওলাদার, ইছাহাক আলী হাওলাদার, মাষ্টার সাইদুর রহমান, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, ছাত্রলীগ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক হাসিব খান, যুবলীগের কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম, সায়েদুজ্জামান সাইদ, সরোয়ার হোসেন হাওলাদার, প্রয়াত দলীয় চেয়ারম্যান প্রার্থী মাষ্টার আবুল খায়ের এর ছেলে ছাত্রলীগ নেতা আবু শান্ত হাওলাদার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমির হোসেন মানিক সহ ১২ জন আবেদন করেন।
আবেদনে প্রেক্ষিতে বৃহস্পতিবার আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে নৌকা প্রতিক পেয়েছেন মো. সাইদুর রহমান।
উল্লেখ্য ২০ সেপ্টেম্বরের প্রথম ধাপের নির্বাচনে যারা আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ছিল তাদেরকে জেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত মোতাবেক উপজেলা আওয়ামীলীগ সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। তাড়াও প্রধানমন্ত্রী ঘোষনা রয়েছে দলের সিদ্ধান্ত অমান্যকারীরা ভবিষ্যতে কোথাও মনোনয়ন পাবেন না।