সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনার বিভিন্ন সড়ক সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের | চ্যানেল খুলনা

খুলনার বিভিন্ন সড়ক সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের

খুলনা মহানগরীর কতিপয় গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কার্যক্রম দীর্ঘদিন যাবৎ চলমান, আবার কতিপয় সড়কের নির্মাণ কার্যক্রম অনেক আগে হওয়ায় বর্তমানে ছোট-বড় খানা-খন্দে ভরা। এতে যাত্রী চলাচলে দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সড়কগুলোর আশু সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতি প্রদান করেছে – দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত বিভিন্ন দেশ এবং সংস্থা কর্তৃক অনুমোদিত বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।

খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে মুজগুন্নী মহাসড়ক অন্যতম। সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে খালিশপুর নতুন রাস্তা মোড় পর্যন্ত এই সড়কটির অবস্থান। এই সড়কটির বর্তমান অবস্থা এতটাই খারাপ যে, ছোট-বড় খানা-খন্দে ভরে গেছে। একটু বর্ষা হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে যান চলাচলে প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। রূপসা থেকে খানজাহান আলী ব্রীজ পর্যন্ত শিপইয়ার্ড সড়ক এবং ময়লাপোতা মোড় থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তা দুটি দীর্ঘদিন যাবৎ ধীর গতিতে কাজ চলছে। এ ছাড়াও খালিশপুর বিআইডিসি সড়ক, বয়রা জলিল সরণির খুলনা পাবলিক কলেজের সামনে, সোনাডাঙ্গা মডেল থানা
থেকে জয়বাংলার মোড়, বয়রা মোড় থেকে মোস্তফার মোড় সড়ক, সামসুর রহমান রোডসহ মহানগরীর অনেক সড়কে বিভিন্ন যানবাহন, পথচারী, শিক্ষার্থী ও রোগী পরিববহনে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। এসকল সড়কের দ্রুত সংস্কার এবং নির্মাণ কাজ সম্পন্নের জন্য নেতৃবৃন্দ যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে।
বিবৃতিদাতারা হলেন সংগঠনের খুলনা মহানগর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মোঃ নজরুল ইসলাম, রোটাঃ এস এম শাহনওয়াজ আলী, আলহাজ¦ রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, ডাঃ এ টি এম মঞ্জুর মোর্শেদ, গাজী আলাউদ্দিন আহমদ, আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ, শেখ মোঃ নাসির উদ্দিন, আব্দুস সালাম আকন শিমুল, সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু, রোটাঃ মোঃ আজিজুল হক, রোটাঃ খান ইমরান আহমেদ, মোঃ রুকুনুজ্জামান, ইনামুল হক সবুজ, এস কে রানা আহমেদ, এইচ এম জহিরুল ইসলাম, বিমল মল্লিক, মোঃ বদিউজ্জামান লাবলু, মোঃ হাসানুর রহমান তানজির, এ্যাডভোকেট হাবিবুর রহমান মিজি, ইসরাত জাহান জিনাত, মোঃ হুমায়ুন কবির বালী, এসকে এমডি বাহলুল আলম, মোঃ মনির হোসেন, রোটাঃ মোঃ রকিব উদ্দিন মোল্যা, বিপ্লব কান্তি দাস, শায়খুল ইসলাম বিন হাসান, অসীম কুমার বিশ্বাস, কাজী আব্দুল মান্নান, সোহাগ হোসেন, প্রীতিশ ঢালী, রোটাঃ মোঃ ইউনুস সানা, মোঃ ইলিয়াছ হোসেন লাবু, মানসুরা তুলি, এম হানিফ হোসেন, মোঃ নাঈম ফারহান, রোটাঃ মোঃ আফতাব উদ্দিন, পপি ফারজানা প্রমুখ।
একই বিবৃতিতে নেতৃবৃন্দ আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য: বকুল

পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে : পরওয়ার

সোনাডাঙ্গা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

গবেষণায় সহযোগিতা ও উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি

টেকসই গবেষণার মাধ্যমে সমাজে খুবির গুরুত্ব তুলে ধরতে হবে : উপাচার্য

খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।