আগামী ১১ই নভেম্বর খুলনার ৪ উপজেলার ২৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। শনিবার রাতে দলের ধানমণ্ডি কার্যালয় থেকে এ নাম ঘোষনা করা হয়। এর আগে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের নাম চূড়ান্ত হয়।
রুপসা উপজেলার ৪টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানরাই পেয়েছেন নৌকা প্রতীক। নৈহাটি ইউনিয়নে মো: কামাল হোসেন বুলবুল, আইচগাতী ইউনিয়নে মোঃ আশরাফুজ্জামান বাবুল, টিএসবি ইউনিয়নে জাহাঙ্গীর শেখ ও শ্রীফলতলা ইউনিয়নে মো: ইসহাক সর্দার।
ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নে রেজোয়ান হোসেন মোল্যা, রঘুনাথপুর ইউনিয়নে খান সাকুর উদ্দিন, রুদাঘরা ইউনিয়নে মোস্তফা কামান খোকন, খর্নিয়া ইউনিয়নে আফরোজা খানম (মিতা), আটলিয়া ইউনিয়নে অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, মাগুরাঘোনা ইউনিয়নে শেখ রফিকুল ইসলাম হেলাল, শোভনা ইউনিয়নে সরদার আব্দুল গনি, শরাফপুর ইউনিয়নে এইচএআই এম উবাঈদ উল্লাহ, সাহস ইউনিয়নে শেখ আব্দুল কুদ্দুস, ভাণ্ডারপাড়া ইউনিয়নে ডাঃ হিমাও
বিশ্বাস, ডুমুরিয়া সদরে ইউনিয়নে গাজী মোঃ হুমায়ুন কবির, রংপুর ইউনিয়নে রামপ্রসাদ জোদ্দার, গুটুদিয়া ইউনিয়নে কাজী আলমগীর ও ইউনিয়নে বিমল কৃষ্ণ সানা। মাগুরখালী ও ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়নে মোল্যা আলী আযম মোহন, জামিরা ইউনিয়নে আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী, দামোদও ইউনিয়নে শরীফ মোহাম্মাদ ভূঁইয়া ও আটরা গিলাতলা ইউনিয়নে শেখ মনিরুল ইসলাম।
বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নে পল্লব কুমার বিশ্বাস, সুরখালী ইউনিয়নে এস কে জাবির হোসেন ও ভান্ডাকোট ইউনিয়নে মো: আবুল কালাম আজাদ।