অবশেষে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে ঠিকাদারী প্রতিষ্ঠান রংধনু ট্রেডার্সের মাধ্যমে নগরীর দৌলতপুরস্থ নতুনরাস্তা মোড় সম্মুখ বেহাল দশায় পড়ে থাকা সড়কটি সংস্কার করা হয়েছে। দীর্ঘদিন পড়ে হলেও এমন উদ্যোগ গ্রহণ করায় কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে যাত্রী, চালকসহ এলাকাবাসী।
শিল্পাঞ্চল নামে খ্যাত খালিশপুর উপ-শহরটির প্রাণকেন্দ্রে ঢুকতে গেলে এই পথ অত্যন্ত গুরুত্ববহন করে। দেশের দক্ষিণাঞ্চলের একমাত্র জ্বালানী দাহ্য পদার্থ পেট্রোলিয়াম সরবরাহ করার জন্য পদ্মা, মেঘনা, যমুনা ডিপোতে দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত প্রতিদিন শত-শত ট্যাংক-লরী- ট্রাক এই পথেই যাতায়াত। তাছাড়া এই সড়ক দিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের চলাচলের পাশাপাশি খালিশপুর বিদ্যুৎ কেন্দ্র, খালিশপুর জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, প্লাটিনাম জুট মিল, দৌলতপুর জুট মিল, নিউজপ্রিন্ট জুট মিল, খালিশপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, মাকের্ট শপিংমল, ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ।
অন্যদিকে সামান্য বৃষ্টিতে এ সড়কটি সম্মুখে খানাখন্দের কারণে হাঁটু সমান পানি জমে ছোট বড় দুর্ঘটনাসহ যানবহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। তবে সম্প্রতি সময় এই বেহাল দশা ও খনাখন্দে পরিপূর্ণ রাস্তাটির সাময়িক সংস্কার করায় ব্যবসায়ী, পথচারীসহ সর্বমহল উপকৃত হয়েছে। পাশাপাশি মুক্তি মিলেছে সাময়িক ভোগান্তি হতে। নতুন রাস্তার বেহাল সড়ক সংস্কারে বর্তমানে ইজিবাইক, ইট-বালি বহনকারী ছোট-বড় মাঝারী যানবহন সহজেই চলাচল করতে পারছে। ঘটছে না আর আগের মতো কোন দুর্ঘটনা।
পথচারী রুম্মান জানান, নতুনরাস্তা মোড়ের সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে বেহাল দশায় অবহেলায় পড়ে থাকার পর কেসিসি নতুন রাস্তা মোড় সম্মুখ সড়কটি সংস্কারের উদ্যোগে চলাচলে দুর্ভোগ কমেছে। পাশাপাশি বর্ষায় এখন আর পানি জমছে না। দীর্ঘদিন পরে হলেও বেহাল এ রাস্তাটির সংস্কার করা জন্য এলাবাসী যথাযথ কর্তৃপক্ষের ধন্যবাদ জানিয়েছে।