বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কখনো সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর), সন্ধ্যায় দুর্গাপূজার মহানবমীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানাই। আমরা হিন্দু সম্প্রদায়ের ভাইদের সঙ্গে আছি, থাকবো।
কুমিল্লার ঘটনা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা কখনো সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেই না, দেবোও না। এটা সাম্প্রদায়িক গোষ্ঠীর কাজ। সাম্প্রদায়িক দুর্বৃত্তরা চায় একটি বিশৃঙ্খলা করতে। সাম্প্রদায়িকতা বিনষ্ট করতে চায় মহলটি।
তিনি আরও বলেন, আমরা চাই দোষীদের দ্রুত চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া হয়। এ সময় গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য আন্দোলন করে যাওয়ার কথাও জানান তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামপ্রমুখ উপস্থিত ছিলেন।