“সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করো” শীর্ষক সর্বদলীয় সমাবেশ ১৮ অক্টোবর সোমবার সকালে পিস এ্যাম্বাসেডর ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক (পিএডিএন) বাগেরহাট ও সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) মোরেলগঞ্জের আয়োজনে দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশের সহযোগিতায় মোরেলগঞ্জ লাইসিয়াম একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল সাড়ে ১১টায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার সমাবেশে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পিএডিএন বাগেরহাটের উপদেষ্টা এম এমদাদুল হক। সমাবেশে প্রধান বক্তা ছিলেন পিস এ্যাম্বাসেডর ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক (পিএডিএন) বাগেরহাটের যুগ্ম সমন্বয়কারী সাংবাদিক মোঃ নূর আলম শেখ। সমাবেশে বক্তব্য রাখেন পিএফজি মোড়েলগঞ্জের সমন্বয়কারী প্রভাষক মোঃ জাকির হোসেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, বিএনপি নেত্রী মুক্তা খানম মাহমুদা, পৌর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী পারভীন আক্তার, এনজিও ফাউন্ডেশনের মোঃ সাখাওয়াত হোসেন রুমি, জাতীয় পার্টির মাসুদ রেজা, ফাতেমা আক্তার প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক শান্তি-সম্প্রীতি ও সহাবস্থানের দেশ। ষড়যন্ত্রমূলক ভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে মন্দির ও পূজা মন্ডপ ভাংচুর হচ্ছে। সমাবেশে বক্তারা মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় শাণিত হয়ে সাম্প্রদায়িকতা-উগ্রবাদিতা ও সহিংসতা রুখে দেয়ার জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানান।