খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারের সকল সদস্যের মধ্যমণি ছিলেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকচক্রের নির্মম বুলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন এবং সেদিন ঘাতকরা ছোট্ট শিশু রাসেল কে ও রেহাই দেয়নি। পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ও বর্বরোচিত ঘটনার স্বীকার হন আদরের ছোট্ট শিশু শেখ রাসেল। আজ সে বেঁচে থাকলে হয়তো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সে ও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতো। আজ সে বাংলাদেশের সকল শিশু কিশোরদের মনের মণি কোঠায় ভালবাসার প্রতীক হয়ে গেঁথে আছেন।
সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর আয়োজনে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে তার খুলনাস্থ দলীয় কার্যালয়ে সোমবার সন্ধ্যায় কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মহাফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।
রূপসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এমদাদুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক, যুব ও ক্রীড়া সম্পাদক স ম জাহাঙ্গীর হোসেন, মো: ওহিদুজ্জামান, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, এমপির প্রধান সমন্বয়কারী ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজা সুলতানা, সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাজীব দাস, যুবলীগ নেতা সৈয়দ জামিল মোরশেদ মাসুম, বাদশা মিয়া , সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা সামছুল আলম বাবু, মারুফ খান, ওহিদুজ্জামান মিন্টু, মেজবাবুর রহমান, শামীম হাসান, ছাত্রলীগের হিমেল, রিয়াজ প্রমূখ।
এর আগে শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষে খুলনা জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় ‘শেখ রাসেল দিবস ২০২১’ এর আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী বলেন, দেশের শিশু-কিশোর, তরুণ প্রজন্মের কাছে শেখ রাসেল এক ভালোবাসার নাম। শেখ রাসেল আজও দেশের আনাচে-কানাচে এক মানবিক সত্ত্বা হিসেবে সবার মাঝে বেঁচে আছেন।
রূপসা উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সহকারী কমিশনার(ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, প্রাণি সম্পদ অফিসার তপু সাহা, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন মুকুল, মিষ্টার বাংলাদেশ আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অফিসার শিউলী মজুমদার, এসএম ফেরদৌস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, আরডিও তারেক ইকবাল আজিজ, প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, পিআইও মোঃ আরিফ হোসেন, সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কেএম মফিজুল আলম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আঃ মালেক, সাংবাদিক চিত্ত রঞ্জন সেন প্রমূখ।
তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফত হোসেন মুক্তি, মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আসাদুজ্জামান, থানার ওসি তদন্ত মো:মোশাররফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো: কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: নাজমুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিত সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সোহেল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল দেব বসক সহ সকল সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
দিঘলিয়া উপজেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলিমুজ্জামান মিলন, ওসি তদন্ত রিপন কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা বিপ্রকাশ ঢালী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মন্জুরুল ইসলাম, সিনিয়র অফিসার পল্লী সঞ্চয় ব্যাংক মোঃ হাবিবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ মনিরুজ্জামান ,উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জেড, এম খায়রুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার সমীর বিশ্বাস, প্রভাষক আই সি টি বিভাগ সরকারী এম এ মজিদ ডিগ্রী কলেজ মোঃ রবিউল ইসলাম, উপজেলা তথ্য আপা সাইদা খাতুন, শিক্ষক মোঃ কামরুল ইসলাম প্রমূখ।