খুলনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (কেডিএফ) এর উপদেষ্টা ড. সৈয়দ হাফিজুর রহমান অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।
ড. সৈয়দ হাফিজুর রহমানের সুস্থতা কামনা করে খুলনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় সংগঠনের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও কেডিএফ এর মহাসচিব আব্দুস সালাম শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু তৈয়ব মুন্সী, ভাইস চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন স্বপন, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, বেগ রফিকুল ইসলাম, শেখ মোঃ নাসির উদ্দিন, আনোয়ারুল হক স্বাধীন, যুগ্ম মহাসচিব শিরিনা পারভীন, এমডি এসকে বাহলুল আলম, প্রফেসর আজিজুল হক, ইলিয়াস হোসেন লাবু, মোঃ ফারুক হোসেন, প্রমূখ।
আলোচনা শেষে ড. সৈয়দ হাফিজুর রহমানের দ্রুত সুস্থতা কামনা এবং আইসিটি বিষয়ক সচিব রাইসুল আলম রবিন এর চাচার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কেডিএফ এর ধর্ম বিষয়ক সচিব মাওঃ মোঃ আবুল হোসেন।