কয়রা (খুলনা) প্রতিনিধি :: কয়রায় এমএম মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৯ নভেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের সভাপতি ও কয়রা সরকারি মহিলা কলেজের উপাধ্যাক্ষ এইচএম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিশ^ব্যাপী মহামারি করোনা ভাইরাসের তান্ডবের মাঝেও আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের কে শিক্ষার সাথে সম্পর্ক রাখতে পেরেছি। সেই সাথে এবারের এসএসসি পরিক্ষার্থীদের স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বিদায় সংবর্ধণা দিতে পেরে মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করছি। অনুষ্ঠানে সভাপতি এইচএম নজরুল ইসলাম শিক্ষার্থীদের উজ¦ল ভবিষ্যৎ কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষৎ। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভাল ভাবে পরিক্ষা দেবে । এখান থেকে দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্ঠা চালিয়ে যেতে হবে। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগালী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ আঃ সামাদ গাজী, কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, বামিয়া এমএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য, অভিভাবক ও বিদ্যালয়ের কোমলমতি ছাত্র ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী ছাত্র ছাত্রীদের মাঝে কয়রা-পাইকগাছার জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ আকতারুজ্জামান বাবু’র পক্ষে মাক্স তুলে দেন বিদ্যালয়ের সভাপতি ও অতিথিবৃন্দ।