বাংলাদেশ কোষ্টগার্ডের বাগেরহাটের মোংলাস্থ কোষ্টগার্ড পশ্চিমজোনের বিসিজি ষ্টেশন রূপসার টহলদল মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে অপদ্রব্য (জেলি) পুশকৃত প্রায় ১শ’ মন চিংড়ি মাছসহ ৭ জন অসাধু মাছ ব্যবসায়িকে আটক করেছে।
কোষ্টগার্ডের জোনাল কমান্ডারের পক্ষে লেঃ কমান্ডার বিএন মোঃ হাসানুজ্জামান বুধবার (১০ নভেম্বর) দুপুরে এক মেইল বার্তায় জানান, গোপনঁ খবরের ভিত্তিতে বিসিজি রুপনার একটি টহলদল মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে রূপসার খানজাহান আলী সেতুর টোল প্লাজায় অবস্থান নেয়।
এ সময় ট্রাকযোগে আসা ওই চিংড়ি মাছ জব্দ করাসহ ট্রাক চালক হেলপারসহ ৭ জন আটক করা হয়।
আটককৃতরা স্বীকার করে যে, ওজন বৃদ্ধি করে বেশী মুনাফার আসায় চিংড়িতে জেলি পুশ করা হয়। তাদের নিকট থেকে উদ্ধার করা জেলিপুশ করা চার হাজার ২০ কেজি চিংড়ি রূপসা নদীতে ফেলে বিনষ্ট করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রূপসা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতদের ৬ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ১ জনকে সাধারণ ক্ষমা করা হয়। আর জব্দকৃত ট্রাক রূপসা থানা পুলিশে সোপর্দ করা হয়।