কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে শিশু পাচার ও শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধ ও সুরক্ষায় শিশু ও যুবদের অংশগ্রহণ-করণীয় বিষয়ে উপজেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশের আয়োজনে সোমবার সকাল ১০ টায় মোল্লাহাট অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
ইনসিডিন বাংলাদেশের কর্মসূচি পরামর্শক অ্যাডভোকেট রফিকুল আলমের সভাপতিত্বে এ পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম, মিজানুর রহমান ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান।
ইনসিডেন্ট বাংলাদেশের উপজেলা সমন্বয়কারী সৈয়দ মারুফ ইসলামের সঞ্চালনায় পরামর্শ সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, শিশু কিশোর কিশোরী ক্লাবের পরিচালক সজীব সরকারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।