বেগম রাজিয়া নাসের এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা পরিষদের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী এবং সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সংসদ সদস্য সেখ সালাউদ্দীন জুয়েল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল উদ্দীন, ব্যবসায়ী শেখ জালাল উদ্দীন রুবেল এবং শেখ বেলাল উদ্দীন বাবুর রতœগর্ভা মাতা ধৈর্য, সাহস ও সংগ্রামের প্রতিচ্ছবি প্রয়াত বেগম রাজিয়া নাসের এর প্রথম মৃত্যুবার্ষিকীতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে বুধবার বিকাল সাড়ে ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ এর সভাপতিত্বে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এবং মহানগর আ’লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত অধিকারী, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক অলমগীর কবীর, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবুর রহমান, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান চৌধুরী মো. রায়হান ফরিদ। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের সচিব বিষ্ণুপদ পাল, সংরক্ষিত সদস্য অ্যাড. জেসমিন পারভীন জলি, মো. সরদার আবু সালেহ, মোল্লা আকরাম হোসেন, শেখ কামরুল হাসান টিপু, খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমানসহ জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। স্মরণ সভা ও দোয়া মাহফিল শেষে গরীব, অসহায় এবং দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।