স্বনামধন্য বহু-শিল্প প্রতিষ্ঠান র্যাংগস্ গ্রুপ এর শাখা প্রতিষ্ঠান র্যাংগস্ মটরস্ লিমিটেড সম্প্রতি খুলনায় এক বর্ণাঢ্য ‘কাস্টমার মিট’ আয়োজন করে। র্যাংগস্ মটরস্ এর পণ্য, সেবা ও সুবিধা সম্পর্কে বিষদভাবে জানতে আগ্রহী নতুন-পুরাতন কাস্টমারদের জন্য এই আয়োজন করে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাংগস্ গ্রুপ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর সত্যজিৎ সাহা; গ্রুপ সিএফও এবং কোম্পানি সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম; ক্রেডিট ম্যানেজমেন্ট-এর জিএম লে: কর্ণেল শেখ আবিদুর রহমান; মাহিন্দ্রা সেলস এজিএম রাজেশ কুমার দত্ত; কাস্টমার কেয়ার-এর এজিএম শওকত আহমেদ সিদ্দিকীসহ আরও অনেকে।
আয়োজনের মূল আকর্ষণ ছিল সরাসরি ও ভিডিওচিত্রের মাধ্যমে র্যাংগস্ মটরস্ লিমিটেড-এর পণ্য প্রদর্শনী। এছাড়া সেবা-সুবিধা সম্পর্কে কাস্টমারদের বিস্তারিত তথ্য প্রদান করা হয়। অনুষ্ঠানে র্যাংগস্ মটরস্ লিমিটেড-এর গাড়ী স্পট-বুকিং করে আকর্ষণীয় পুরষ্কার জিতে নেয় কাস্টমাররা। এছাড়া সকল কাস্টমারদের জন্য মধ্যাহ্নভোজ ও বিশেষ পুরষ্কারের ব্যবস্থা ছিল। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক আয়োজন।
বক্তব্যকালে, র্যাংগস্ গ্রুপ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর সত্যজিৎ সাহা বলেন, “এই ‘কাস্টমার মিট’-এর ফলে কাস্টমারদের সাথে আমাদের একটি সুসম্পর্ক তৈরি হচ্ছে। একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আগ্রহী নতুন-পুরাতন কাস্টমারদের র্যাংগস্ মটরস্-এর পণ্য সম্পর্কে বিশদভাবে জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”
আমাদের এই প্রয়াসের উদ্দেশ্য হলো আগ্রহী নতুন-পুরাতন কাস্টমারদের র্যাংগস্ মটরস্-এর পণ্য সম্পর্কে বিশদভাবে জানানো। আমরা আশাবাদী, আমাদের পণ্যসমূহ সরাসরি প্রদর্শন এবং কাস্টমারদের অভিজ্ঞতাগুলো সকলের সামনে তুলে ধরার মাধ্যমে, নতুন আরও অনেকের আস্থা অর্জন করতে পারবো।”
অভিজ্ঞতা তুলে ধরে র্যাংগস্ মটরস্-এর একজন কাস্টমার জানান, “আমি দীর্ঘসময় ধরে র্যাংগস্-এর গাড়ী ব্যবহার করছি এবং আমার মতে র্যাংগস্ মটরস্ -এর গাড়ী-ই সেরা। এমন একটি অনুষ্ঠান উপহার দেওয়ায় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ। প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টরের হাত থেকে পুরষ্কার গ্রহণ করতে পেরে আমি ভীষণ আনন্দিত। আশা করছি আগত নতুন অনেকেই র্যাংগস্ মটরস্ পরিবারে সামিল হবেন।”