কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে পাঁচ হাজার টাকার জালনোটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে শেখ রফিকুল ইসলাম ওরফে মিলন (৪০)। সে যশোর কেশবপুরের চিংড়া পশ্চিমপাড়ার শেখ শওকত আলীর পুত্র।
কেএমপি সূত্র জানায়, শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতপুর নতুন রাস্তা মোড়ের পাবলা ফার্মেসীর সামনে থেকে শেখ রফিকুল ইসলাম ওরফে মিলন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় জাল টাকার লেনদেন করে আসছে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে দৌলতপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-A ধারায় ১টি মামলা রুজু করা হয়েছে।