চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি. লিট) ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
বিশ্ববিদ্যালয়ের ৫৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
মনিরুল হাসান বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রীর যে অবদান তার স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাকে ডি. লিট ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠি দেয়া হবে। উনার সম্মতি সাপেক্ষে বিশ্ববিদ্যালয় এই ডিগ্রি দেবে।’