দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর অধিনে পরিচালিত ব্রেইভ প্রকল্পের আয়োজনে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত পরিষদ ও স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিদের নিয়ে সহিংস উগ্রবাদের বিরুদ্ধে সচেতনতামূলক মতবিনিময় সভাটি ২২ অক্টোবর ২০২১ তারিখ সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ব্রেইভ প্রকল্পের মাস্টার ট্রেইনার নিরাপদ হালদার,মোংলা উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান, ইউনিয়ন সমন্বয়কারী প্রসেনজিৎ সরদার ও মো. শাহ আলম। এছাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্যবৃন্দ, নারী নেত্রী, শিক্ষক, ইয়ুথ টিমের সদস্যবৃন্দ ও মসজিদের ইমাম ,মন্দিরের পুরোহিত ও সাস্থ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন । সভার শুরুতেই দি হাঙ্গার প্রজেক্ট এর পক্ষ্ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান এর সঞ্চালনায় ব্রেইভ প্রকল্পের লক্ষ্য ও উদ্যেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন মাস্টার ট্রেইনার নিরাপদ হালদার। এসময় তিনি ওয়ার্ড পর্যায়ে ব্রেইভ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের জন্য ইউপি সদস্যদের এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য আহবান জানান। সভায় গত এক বছরে অত্র ইউনিয়নের ব্রেইভ প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরা সহ এবং আগামীতে এই প্রকল্পের মাধ্যমে যেসকল কর্মসূচি বাস্তবায়িত হবে তা শেয়ার করেন উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন ইউপি সচিব, উপস্থিত ইমাম, পুরোহিত, ইউপি সদস্য, নারী নেত্রী ও ইয়ুথ টিমের সদস্যরা । আলোচনায় ব্রেইভ প্রকল্পের সার্বিক লক্ষ্য অর্জনে সকলে মিলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সভার সভাপতি উদয় শংকর বিশ্বাস বলেন – দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ব্রেইভ প্রকল্পের মাধ্যমে সহিংসতার বিরুদ্ধে যেসকল কার্যক্রম হাতে নিয়েছে তা খুবই প্রশংসনীয়। আমরা আমাদের ইউনিয়নকে সহিংস উগ্রপন্থা প্রতিরোধে সামাজিক সম্প্রীতি গড়ে তুলব পাশাপাশি বাল্যবিবাহ ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলবো। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন।