বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গত ২২ নভেম্বর খুলনা মহানগর ও জেলা বিএনপির সমাবেশে পুলিশি হামলায় আহত ও মিথ্যা মামলায় জেলহাজতে আটক নেতাকর্মিদের পরিবারের সাথে দেখা করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।
শনিবার (২৭ নভেম্বর) বিকেল জেলহাজতে আটক ১৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি শেখ জামিরুল ইসলাম জামিল ও ১৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ
পরিবারের সাথে দেখা করেন এবং পুলিশি নির্যাতনে গুরুতর আহত ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি কাজী আব্দুল লতিফকে দেখতে যান মঞ্জু ও মনি। এসময় সাথে ছিলেন এড. ফজলে হালিম লিটন, আসাদুজ্জামান মুরাদ, সাদিকুর রহমান সবুজ, সাজ্জাদ আহসান পরাগ, কাজী শফিকুল ইসলাম শফি, শেখ ফারুক হোসেন, এইচ এম আবু সালেক, মোস্তফা কামাল, শামসুর রহমান, ইমতিয়াজ আলম বাবু, আশরাফ হোসেন, মিজানুর রহমান খোকন, শেখ জামিরুল ইসলাম, মাওলানা আব্দুল গফ্ফার, আমিরুল ইসলাম, হাফিজুর রহমান, তরিকুল আলম তুষার, হুমায়ুন কবির, মীর মোকছেদ আলী, এস এম জসিম উদ্দিন, সেলিম কাজী, আবু দাউদ খাঁন, আব্দুল হাকিম, রাজু মোল্যা, আমীর হোসেন বাচ্চু, মারুফ খান, মিজানুর রহমান মিজু, ফারুক খান, ইয়াসিন আরাফাত রুবেল, পারভেজ মোড়ল, কাজী সোহেল, আনিচ গাজী, হারুন মোল্যা, খান আনিচ, ইসমাইল হোসেন, রাজু, মেহেদী, ইয়াসিন হোসেন প্রমুখ।