অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব খুলনা (আটাক) এর উদ্যোগে ‘বিজনেস ডেভেলপমেন্ট কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে এই কনফারেন্সের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মামুন রেজা। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ওয়াসিম মেহবুব।
উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. শেখ মোঃ রেজোয়ান এবং এজাজ আহমেদ চৌধুরী সুমন, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন বাবুল, সহ-সভাপতি মাহফুজা আকতার জারা, এস এম মাহফুজুল আলম, শেখ মামুন হোসেন, মীর মহসীন আলী ও নাজমুন নাহার রুনু, কোষাধ্যক্ষ শাকুর মাহমুদ শোভন, যুগ্ম সম্পাদক প্রলয় লাহিড়ি, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর ইসলাম রকি ও মেরাজ হোসেন, কার্যনিবীহী সদস্য আবদুল বাকী, আলামিন।
আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব যশোর (আটাজ) এর আলী হাসনাত খান, শরিফুল ইসলাম চৌধুরী, রাকিব হাসান, সাইফুল ইসলাম, তানভীর আহমেদ, আজিমুল সজিব, আলতাফ হোসেন ও মঞ্জুরুল আলম নোমান।
সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয় এবং সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়।