আগামী শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় খুলনা প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জ (হুমায়ুন কবীর বালু মিলনায়তন) অনুষ্ঠেয় ‘জলবায়ু সম্মেলন ও সুন্দরবন রক্ষা’ শীর্ষক কনভেশন সফল করার লক্ষে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, খুলনা জেলা শাখার এক জরুরী প্রস্তুতি সভা মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কনভেশন প্রস্তুতি কমিটির সমন্বয়কারী এস এম ইকবাল হোসেন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সংগঠনের খুলনা জেলা শাখার সদস্য সচিব এ্যাড. মোঃ বাবুল হাওলাদার, এস এম দেলোয়ার হোসেন, আফজাল হোসেন রাজু, এস এম এ রহিম, মোঃ আবুল কাসেম, নাজমুল হোসেন, হাফিজুর রহমান প্রমুখ।