ভিবিডি খুলনার এক দশকপূতি উদযাপিত। জাগো ফাউন্ডেশনের ইয়ুথ উইংস ভলান্টিয়ার ফর বাংলাদেশের ভলান্টিয়ার ছড়িয়ে আছে বাংলাদশের ৬৪ জেলায়। এর মধ্যে অন্যতম খুলনা জেলা ভিবিডি টিমের যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালে। শুক্রবার (৩ ডিসেম্বর) সংগঠনটির ১০ বছর পূর্তি উপলে শহরের ময়লাপোতা সংলগ্ন কেডিএ এভিনিউ, ইকবাল নগর মোড়ে রাইটসাইট এডুকেশন সময় সেন্টার এর নতুন ভেন্যুতে ‘Decade of Unity’ নামে অনুষ্ঠিত হয় এক দশকপূর্তি উদযাপন ও নব নিযুক্ত কমিটি মেম্বারদের বরণ অনুষ্ঠান।
সকাল ৯টায় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক তথ্য’র বার্তা সম্পাদক এস এম নুর হাসান জনি, খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়, খুলনার অধ্য আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন ভিবিডি খুলনা জেলা শাখার সহ-সভাপতি এনামুল হাসান। এছাড়াও খুলনা ডিভিশন বোর্ড মেম্বার সহ বাংলাদেশের বিভিন্ন জেলা শাখার সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
অনুষ্ঠানে আগত ইয়ুথদের আগামী দিনের দেশ গঠনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
১০বছর পূর্তি উপলে কেক কেটে উদ্বোধন ঘোষণা, ভিবিডি ন্যাশনাল বোর্ডের সাথে কনফারেন্স সেশন,সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফটোসেশনের ইত্যাদি ইত্যাদি পর্ব নিয়ে ১০ বছরপূর্তি উদযাপন অনুষ্ঠান ছিল আনন্দমূখর ও ভিবিডিয়ানদের মিলনমেলা।