বন্ধ ঘোষণার পর ক্যাম্পাস ছেড়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বিকাল ৪টার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে যান। তবে সরকারি ছুটির দিন শুক্রবার হওয়ায় (০৩ ডিসেম্বর) হওয়ায় তাদের নানা বিড়ম্বনা পোহাতে হয়। আবার ছাত্রলীগের পরিচয় দিয়ে কতিপয় শিক্ষার্থী সাংবাদিকদের ক্যাম্পাস ছাড়ার জন্য চাপ দিতে দেখা গেছে।
এর আগে ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেলে ৪টার মধ্যে হলের ত্যাগের নির্দেশ। শুক্রবার (০৩ ডিসেম্বর) জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দুপুরে কুয়েটের রেজিস্টার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান ভূঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে উল্লেখ করা হয়- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭৬ তম জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রফেসর ডঃ মোঃ সেলিম হোসেন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের জন্য ও বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা কারণে ৩ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো। একই সাথে আজ বিকাল চারটা থেকে চারটার মধ্যে আবাসিক ছাত্র ছাত্রীদের হলসমূহ ত্যাগ করার নির্দেশ প্রদান করা হলো।
অপরদিকে বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিষয়টি ঘড়যন্ত্র বলে অভিহিত করেছে।্য বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান বলেন, সেলিম হোসেন স্যার এঁর অকাল মৃত্যুতে আমরা সাধারণ শিক্ষার্থীরা গভীরভাবে শোকাহত। আমরা বিশ্বাস করি তাঁর এই শূণ্যস্থান কখনোই পূরণ হবার নয়। কিন্তু একটি মহল তথ্যপ্রমাণ ব্যতিরেকে প্রাণপ্রিয় শিক্ষকের অকাল মৃত্যুর সাথে শিক্ষার্থীদের সংশ্লিষ্টতার যোগসূত্র ঘটিয়ে আমাদেরকে যে মানসিক ট্রমার মধ্যে ধাবিত করেছে। এটি এক কথায় জঘন্য ও ঘৃণিত কর্মকান্ডের শামিল। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মকান্ডের প্রতি তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি।