বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের আবেদন বাতিল হয়েছে। গত ৬ মে এ আবেদনটি করেছিলেন তিনি। বিদেশে চিকিৎসার জন্য পাসপোর্ট নবায়নের আবেদনটি করেছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায়, খালেদা দণ্ডপ্রাপ্ত হওয়ায় আইন অনুযায়ী তার পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই।
সরকার নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে খালেদাকে বাসায় থাকার সুযোগ দিয়েছে। তিনি এখন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে একাধিকবার সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার।
গতকাল আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদার বিদেশে চিকিৎসার আবেদন আগে ২ বার আইনিভাবে প্রত্যাহার করা হয়েছিল। বর্তমান আবেদনের পরিপ্রেক্ষিতে ও সার্বিক বিষয়ে আইনে কোনো উপায় আছে কি না, সে বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। বিদেশ যাওয়ার অনুমতি পেলেও খালেদাকে আবার পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করতে হবে।