কয়রা (খুলনা) প্রতিনিধি :: মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া আর্থিক সুবিধা পেয়ে উপজেলার ৫০০ শতাধিক অসুস্থ ব্যক্তি চিকিৎসা সেবা পেয়েছে। গতকাল ১১ টায় জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ২০ জন অসুস্থ ব্যক্তিকে দশ লক্ষাধিক টাকার চেক বিতরণ করেন।
এসময় তিনি বলেন, তার নির্বাচণী এলাকা কয়রা পাইকগাছার সকল অসুস্থ ব্যক্তিকে পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান দেওয়া হবে। তিনি বলেন, দল মতের উর্দ্ধে থেকে অসুস্থদের এ ধরনের আর্থিক সুবিধা দেওয়া অব্যহত থাকবে। তিনি নির্বাচিত হয়ে বিগত প্রায় ৩ বছরের মধ্যে কয়রা উপজেলায় ৫ শতাধিক অসুস্থ ব্যাক্তিকে কয়েক কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে এনে ইতোমধ্যেই স্ব ব্যক্তির নিকট প্রদান করা হয়েছে। তিনি বলেন, অনুরুপ পাইকগাছাতেও এ ধরনের কার্যক্রম অব্যহত আছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি অসহায় মানুষের পাশে আছেন। সকল দূর্যোগে তিনি অসহায় মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন তিনি যেন জাতির পিতার স্বপ্ন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করে যেতে পারেন।
আমার জন্যও দোয়া করবেন যাতে আমিও আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি। এদিকে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেয়ে কয়রা উপজেলার মঠবাড়ী গ্রামের নজরুল ইসলাম ও মহারাজপুর গ্রামের শফিকুল ইসলাম দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৫০ হাজার করে এক লক্ষ টাকা পেয়ে তারা মহান আল্লাহর নিকট মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেছেন।
তারা বলেন, অসুস্থ হয়ে উন্নত চিকিৎসা পেতে জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবুর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট
আবেদনের দু’ মাস পর বিনা খরচে টাকার চেক হাতে পেয়েছি। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে
উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম ও এ্যাডঃ মোরাশরফ হোসেন, দপ্তর সম্পাদক সুজিত কুমার রায়, আওয়ামীরীগ নেতা মাষ্টার খায়রুল আলম, যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন সহ দলীয় নেতাকর্মী।