নগরীর খুলনা থানায় দায়ের হওয়া ১৫০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় দুই আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ডিসেম্বর) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্তরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এদিকে, অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর এক আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোরের শার্শা থানাধীন শিকারপুর গ্রামের রুহুল আমিনের ছেলে সাহাঙ্গির আলম ও একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ শাহাবুদ্দিন।
আদালতের এপিপি এড. কাজী সাব্বির আহমেদ নথির বরাত দিয়ে জানান, ২০১২ সালের ১৩ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটে খুলনা থানা এলাকা থেকে আসামী সাহাঙ্গির আলম ও মোঃ শাহাবুদ্দিন কে গ্রেফতার করে পুলিশ। এসময় সাহাঙ্গীরের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও শাহাবুদ্দিনের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এঘটনায় পিএসআই আমিরুল ইসলাম বাদী হয়ে দুই আসামীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন, যার নং ২৩। পরবর্তীতে একই বছরের ১ নভেম্বর ওই আসামীদেরকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন সহকারী পুলিশ কমিশনার (এসি) মোল্লা আজাদ হোসেন। আদালতের বিভিন্ন কার্যদিবসে ১৬ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক আজ এ মামলার রায় ঘোষণা করেন।