বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে শেখ সৈয়দ আলীকে অভিনন্দন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ উপস্থিত নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুছেচ্ছা জানান।
প্রেসক্লাবের মেম্বর লাউঞ্জে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবে সদস্য ওয়াহেদ-উজ-জামান বুলু, আনোয়ারুল ইসলাম কাজল, সুনিল কুমার দাস, শেখ মোঃ সেলিম, দিলিপ কুমার বর্মন প্রমুখ।