খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে ঘর পেলেন বারাসাত ইউনিয়নের পানতিতা গ্রামের পিতৃ মাতৃহারা সেই মীম। মঙ্গলবার মীমের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সংসদ সদস্য নিজেই। এ সময় তিনি বলেন, বাংলাদেশ এখন আর উন্নয়নশীল দেশ নয়। অচিরেই মধ্যম আয়ের এমনকি উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য উত্তরসুরি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া মীমের উচ্চশিক্ষা থেকে শুরু করে ভবিষ্যতের জন্য যা যা করার দরকার তার আতœীয়স্বজনের মাধ্যমে করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেণ, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সারা বিশে^র কাছে মাথা উচু করে দাড়াবার সামর্থ্য অর্জন করেছে। মানুষের আয় বেড়েছে, কর্মসংস্থান ও জীবন মান বেড়েছে। সর্বত্রই আধুনিকতার ছোঁয়া লেগেছে। শহর থেকে গ্রাম সর্বত্রই অবকাঠামগত উন্নয়ন সাধিত হচ্ছে। শহর এবং গ্রামের ব্যবধান কমে আসছে। প্রধানমন্ত্রীর আন্তরিক সহযোগিতায় এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা সহ সর্বক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে তেরখাদা উপজেলার গো হাট উদ্বোধন, বারাসাত ইউনিয়নের পানতিতা গ্রামের পিতৃ মাতৃহারা মীমের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর, উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় অংশগ্রহণ, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বারাসাত ইউনিয়নের হাড়িখালী আশ্রয়ন প্রকল্প হতে দরিদ্রদের জন্য নির্মিত ঘর বরাদ্দপ্রাপ্তদের মাঝে চাবি হস্তান্ত, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সাচিয়াদাহ ইউনিয়নে চরপাতলায় জনপ্রতিনিধিদের নিজস্ব অর্থায়নে গৃহহীন ও ভূমিহীনদের জন্য বাসস্থান নির্মাণ কাজের উদ্বোধন এবং সাচিয়াদহ ইউনিয়নের ইন্দুহাটি নেপাল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত শেখ হাসিনা একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান এবং পানতিতা আব্দুস সালাম মূর্শেদী মাদরাসায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন ও মাদরাসার সার্বিক উন্নয়নকল্পে পরিচালনা পর্ষদ শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বর্ক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, থানার ওসি (অপারেশন) মোঃ সাইদুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নব নির্বাচিত চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, খুলনার শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গৌতম মজুমদার। অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগ নেতা ফ,ম,আব্দুস ছালাম, শতদল কলেজের অধ্যক্ষ মনির উদ্দিন বিশ^াস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, মুক্তিযুদ্ধের সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান, মধুপুর ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান শেখ মোঃ মহসীন, আজগড়া ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, জেলা স্বেচ্চাসেবক লীগ নেতা মোতালেব হোসেন, আ’লীগ নেতা এফ এম মফিজুর রহমান, এস এম হাবিব, আব্দুর গফুর খান, মিয়া আলী, মিজানুর রহমান হিরাঙ্গীর, বাছিতুল হাবিব প্রিন্স, জেলা যুবলীগ নেতা এ বি এম কামরুজ্জামান, শওকাত মোল্যা, মোল্যা অহিদুজ্জামান ফরিদ, আরিফুজ্জামান অরুন, তোফায়েল শেখ, কৃষকলীগ নেতা এস এম নাজমুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের শ্রেণিপেশার ব্যক্তিবর্গ প্রমূখ।