মাগুরায় যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে ৫০ বছর র্পূতি উদযাপন উপলক্ষে মহান বিজয় দিবস পালিত হচ্ছে।
বৃহস্পতিবার ১ম প্রহরে ৫০ বার তপোধ্বনির মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। সকাল ৭ টায় নোমানী ময়দানের মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পমালা অর্পণ করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম. জেলা মুক্তিযোদ্ধা কমান্ড মাগুরা, প্রেস ক্লাব মাগুরা, জেলা আওয়ামীলীগ যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ জেলার সকল সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্টানের পক্ষ থেকে ফুলের ডালি অর্পন করা হয়।
পরে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও সকাল সাড়ে ৮টায় মাগুরা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান ষ্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এবং বাদ যোহর সকল ধর্মীয় উপসানালয়ে দোয়া অনুষ্ঠিত হয়।