মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকা থেকে ২ হাজার ৭শ ৬০ লিটার অবৈধ তেল ও একটি ইঞ্জিন চালিত নৌকাসহ এক চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩ টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস মোংলা ও বিসিজি ষ্টেশন হাড়বাড়িয়ার টহল দল পশুর নদীর হাড়বাড়িয়া সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে অভিযানকারীরা ২ হাজার ৭শ ৬০ লিটার অবৈধ তেল ও একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ এক চোরাকারবারীকে আটক করে। আটককৃত চোরাকারবারী হলো মোঃ হাফিজুর মোল্লা (২২)। হাফিজুর রহমান মোল্লা বাগেরহাটের মোড়েলগঞ্জের কাশ্মির গ্রামের মোঃ আব্বাস মোল্লার ছেলে। জব্দকৃত মালামালসহ আটক চোরাকারবারীকে সোমবার দুপুরে থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্ট গার্ড।