প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ এর খুলনা জেলা শাখার কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৫ই ডিসেম্বর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ তৈয়াবুর রহমান তোহা ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো: নাজিমুদ্দিন পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।
পূর্বের কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় নতুন করে ২০২১ -২০২৩ মেয়াদে প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ এর খুলনা জেলা শাখায় ইঞ্জিনিয়ার সোহেল হাসান রুমিকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার মো: হাসানুর রহমান তানজিরকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। এছাড়া কমিটিতে অন্যান্য যারা আছেন : সহ – সভাপতি ইঞ্জি. শেখ মাসুদুর রহমান, ইঞ্জি. এস.এম. মোস্তাফিজুর রহমান, ইঞ্জি মো: মোজাম্মেল হক, ইঞ্জি. মো: রাসেল মাহামুদ, ইঞ্জি. মো: মনিরুল ইসলাম মনির, যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জি. অলক বৈরাগী, ইঞ্জি. জি, এম, নাজমুল ইসলাম, ইঞ্জি. মো: মারুফ গাজী, ইঞ্জি. মো: তৌফিক এলাহী, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. মো: আবির হোসেন খান, সহ – সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. মো: কাজী হাফিজুল ইসলাম, ইঞ্জি. অমিত সরকার, ইঞ্জি. মো: আল মাদানী শুভ, অর্থ সম্পাদক ইঞ্জি. মো: মামুন শেখ, দত্তর সম্পাদক ইঞ্জি. মো: সাইফুদ্দীন সিদ্দিক, মিডিয়া ও প্রচার সম্পাদক ইঞ্জি. মো: বেল্লাল হোসেন সজল, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো: আমিনুর ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো: নাজমুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইঞ্জি. মেহেদী হাসান, চাকরী বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো: মিনহাজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ইঞ্জি. হাফসা খাতুন, ছাত্র বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো: আবু রাসেল, নির্বাহী সদস্য ইঞ্জি. প্রান্ত বিশ্বাস, ইঞ্জি. আসাবুর রহমান, ইঞ্জি. মো: সাইদুজ্জামান রানা, ইঞ্জি. ইস্তিয়াক আলম, ইঞ্জি. মোহাম্মদ জুম্মান, ইঞ্জি. শেখ সরোয়ার হোসেন, ইঞ্জি. জয়ন্ত কুমার শীল।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ তৈয়াবুর রহমান তোহা এবং সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো: নাজিমুদ্দিন পাটোয়ারী এক বার্তায় সংগঠনের জন্য দৃঢ় প্রত্যয়ে কাজ করে সংগঠনটি এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। আরও বলেন, গতিশীল নেতৃত্বে নবনির্বাচিত প্রাইভেট সেক্টর খুলনা জেলা নির্বাহী কমিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন সংগ্রামসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাইভেট সেক্টরের বৃহত্তর কার্যক্রমে সক্রিয়ভাবে অবদান রাখবে।
খুলনা জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল হাসান রুমি সংগঠনটির মাধ্যমে ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে সাফল্য নিশ্চিত করনে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান।
সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: হাসানুর রহমান তানজির সংগঠনের মূলনীতি মেনে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সকলকে কাজ করার আহবান জানান এবং নিজ দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।