প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ এর খুলনা জেলা শাখার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও দৈনিক তথ্য’র নিজস্ব প্রতিবেদক ইঞ্জিনিয়ার মো: হাসানুর রহমান তানজিরকে ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক তথ্য’র বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি। বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় দৈনিক তথ্য কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ এর খুলনা জেলা কমিটির মিডিয়া ও প্রচার সম্পাদক ইঞ্জি. মো: বেল্লাল হোসেন সজল, নির্বাহী সদস্য ইঞ্জি. প্রান্ত বিশ্বাস, শেখ জিকু আলম, সালমান হোসেন হেলাল ও মো: নূরুল আমিন।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের এ সংগঠনটি যেন বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রাখে এবং ইঞ্জিনিয়ারদের স্বার্থ রক্ষা করে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান দৈনিক তথ্য’র বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি।