খুলনায় বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপকে প্রহসন আখ্যায়িত করে নির্বাচনকালীন সরকার গঠনের জোর দাবি জানানো হয়েছে। এই দাবি মানা না হলে সরকার পতনের এক দফার আন্দোলনের ডাক আসবে বলে হুশিয়ারী উচ্চারণ করে বিএনপি নেতারা বুকের শেষ রক্তবিন্দু দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রস্তত থাকার আহবান জানান।
ভোটাধিকার হরণ দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বেলা সোয়া ১১ টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনের সড়কে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে পালিত হয় এ কর্মসূচি।
সমাবেশে বিএনপির শীর্ষ নেতারা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারী এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের আর একটি আতাতের সাজানো পাতানো মধ্যরাতের ভোটের আয়োজন চলছে। ২০২৩ সালে যে ভোট অনুষ্ঠানের কথা রয়েছে। রাষ্ট্রপতি আর একটি রকিব-হুদা মার্কা নির্বাচন কমিশন গঠনের জন্য সংলাপের নাটক করছেন। এই নাটক বন্ধ করে নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে ভোটের ব্যবস্থা করতে হবে।
গণতন্ত্রের সংগ্রামের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, কোন দূর্ঘটনা ঘটলে এই সরকারকেই তার দায়দায়িত্ব বহন করতে হবে।
খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান কর্মসূচিতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবর রহমান। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী সভা পরিচালনা করেন। বিশেষ অতিথি ছিলেন স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, এস এ রহমান বাবুল ও আব্দুর রকিব মল্লিক। প্রধান বক্তা ছিলেন জেলা যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আজিজুল হাসান দুলু, কামরুজ্জামান টুকু, মুর্শিদ কামাল, আশরাফুল আলম নান্নু, রুবায়েত হোসেন বাবু, আব্দুর রাজ্জাক, শাহিনুল ইসলাম পাখী, কে এম হুমায়ুন কবির, কাজী মাহমুদ আলী, এহতেশামুল হক শাওন, মোল্লা মোশারফ হোসেন মফিজ, মুর্শিদুর রহমান লিটন, ওয়াহেদুজ্জামান রানা, সুলতান মাহমুদ, হাফিজুর রহমান, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, নুরুল হুদা বাবু, সাজ্জাদ হাসান পরাগ, হাফিজুর রহমান মনি, ওয়াহিদুর রহমান দীপু, শেখ সাদী, মো: মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, রবিউল হোসেন, মোল্লা সাইফুর রহমান, খন্দকার ফারুক হোসেন, ইলিয়াস মল্লিক, আবু সাঈদ হাওলাদার আব্বাস, জাফরী নেওয়াজ চন্দন, মশিউর রহমান যাদু, অধ্যাপক আইয়ুব আলী, কাজী মিজানুর রহমান, আরিফুর রহমান আরিফ, ওয়াইজউদ্দিন সান্টু, হিরু মল্লিক, বিপ্লবুর রহমান কুদ্দুস, ইমাম হোসেন, মাজমুল হুদা চৌধুরী সাগর, ইবাদুল হক রুবায়েদ, মো: ফারুক হিল্টন, আতাউর রহমান রুনু, খান ইসমাইল হোসেন, আজিজুল ইসলাম, কাজী নেহিবুল হাাসন নেহিম, আব্দুল আজিজ সুমন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, রফিকুল ইসলাম বাবু, আব্দুস সালাম, জসীমউদ্দিন লাবু, রাহাত আলী লাচ্চু, মনিরুল হক, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মো: তাজিম বিশ^াস, শহিদুল ইসলাম, সবুর রাজিদ, ইসমাইল হোসেন, দুলাল আকন, জাভেদ মল্লিক, হাবিবুর রহমান হাবিব, শেখ জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন আনো, শফিকুল ইসলাম শাহিন, নিঘাত সীমা, ওয়াহিদুজ্জামান নান্না, মশিউর রহমান লিটন, কাজী আফসারউদ্দিন মাস্টার, বদরুল আনাম খান, মীর কবির হোসেন, শেখ জামালউদ্দিন, জহর মীর, আহসানউল্লাহ বুলবুল, হাবিবুর রহমান বিশ^াস, বেগ তানভিরুল আযম, মো: আলী আক্কাস, কাজী শাহনেওয়াজ নীরু, শাহাবুদ্দিন মন্টু, খোদাবক্স কোরাইশী কাল্লু, নাসিরউদ্দিন খান, মোল্লা ফরিদ আহমেদ, মশিউর রহমান খোকন, তসলিমউদ্দিন মাস্টার, আব্দুল আলিম, শেখ আনসার আলী, মতলেবুর রহমান মিতুল, খান ম্ইনুল হাসান মিঠু, তারিকুল ইসলাম তারেক, মিজানুর রশিদ মিজান, সিরাজুল ইসলাম লিটন, তরিকুল ইসলাম বাকার, ইব্রাহিম হাওলাদার, রফিকুল ইসলাম রফিক, এমদাদুল হক, জাহিদুল কবির রিপন, জাহাঙ্গীর হোসেন, কে এম মাহবুবুর রহমান, শেখ জাকির হোসেন, আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পী, নাজমুল হাসান নাসিম, মোল্লা সোলায়মান, সোহেল মোল্লা, ইউসুফ মোল্লা, জাবির আলী, মুনতাসির আল মামুন, মনিরুজ্জামান মনি, হারুনুর রশিদ মাসুম, এম এম জসিম, সাইফুল ইসলাম মল্লিক, খাযরুজ্জামান সজীব, মইদুল হক টুকু, জাহিদুল ইসলাম বাচ্চু, লাবু বিশ^াস, আলাউদ্দিন তালুকদার,আল আমিন সরদার রতন, শামসুন্নাহার লিপি, পাপিয়া রহমান, পারুল বেগম, সোনিয়া খান, লাভলী আক্তার,শাহনাজ সরোয়ার, শারমীন, নাজমা প্রমুখ।
কর্মসূচিতে বিএনপির মহানগর ও জেলা, বিভিন্ন ওয়ার্ড, থানা, ইউনিয়ন এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বত:স্ফ’র্তভাবে অংশ নেন। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কর্মসূচি পালন করেন তারা।