বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের উদ্যোগে আগামী ৩ জানুয়ারী সাবেক ছাত্রনেতাদের সংবর্ধনা ও ছাত্র গণ জমায়েত কর্মসূচি সফল করার লক্ষে খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি’র সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাস এর সঞ্চালনায় খুলনা মহানগর ছাত্রদলের অন্তর্গত ১৩ টি ইউনিট ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর সদর থানা, সোনাডাঙ্গা থানা, খালিশপুর থানা, দৌলতপুর থানা, খানজাহান আলী থানা, কমার্স কলেজ, সিটি কলেজ, সুন্দরবন কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, পলিটেকনিক কলেজ, হাজী মহসীন কলেজ, বিএল কলেজ ও দৌলতপুর দিবা-নৈশ কলেজ ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ হাসান ফকির, সৈয়দ ইমরান, হেদায়েত উল্লাহ দিপু, সদস্য কাজী আসিফুর রহমান, স্বপন রহমাতুল্লাহ, পারভেজ হোসেন মিজান, মিজানুর রহমান মৃদুল, ইলিয়াস সরদার সহ প্রতিটি ইউনিট ছাত্রদলের নেতৃবৃন্দ।